হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আবারও খবর এসেছে—রোহিঙ্গা শরণার্থীদের নৌকা ডুবে গেছে এবং শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে।
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান রোমলি মুস্তাফা জানিয়েছেন, দুর্ঘটনার পর সমুদ্র থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটি থাইল্যান্ডের তারুতাও দ্বীপের দিক থেকে মালয়েশিয়ার লাংকাউই দ্বীপের উত্তরের সাগরপথ অতিক্রম করছিল।
লাংকাউই দ্বীপ থেকে প্রায় ১১০ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তিনটি ছোট নৌকায় থাকা ৩০০ নিখোঁজ রোহিঙ্গাকে খুঁজে বের করার জন্য উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। তারা তিন দিন আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগরপথে যাত্রা শুরু করেছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNHCR) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের শুরু পর্যন্ত ৫,১০০-রও বেশি রোহিঙ্গা মুসলমান মিয়ানমার ও বাংলাদেশ থেকে পালানোর উদ্দেশ্যে নৌকায় করে যাত্রা করেছে—যাদের মধ্যে প্রায় ৬০০ জন ইতোমধ্যে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
আপনার কমেন্ট